৪ সেপ্টেম্বর ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম,
ক্রীড়া ডেস্ক:
সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন পানামা জাতীয় ফুটবল দলের এক খেলোয়াড়। ঘটনাটি ঘটেছে দেশটির প্রদেশ কোলনে। নিহত ফুটবলারের নাম গিলবার্তো হার্নান্দেজ। খবরটি নিশ্চিত করেছে বিবিসি।
গতকাল শহরটিতে একদল বন্দুকধারী আকষ্মিকভাবে হামলা চালায়। একদল লোকের ওপরে গুলিবর্ষণ করে তারা। সেই দলে ছিলেন ২৬ বছর বয়সী গিলবার্তোও। হামলা থেকে বাঁচতে সাধারণ লোকজন এক ভবনের নিচে জড়ো হয়েছিল। কিন্তু বাঁচতে পারেননি পানামা দলের এই ডিফেন্ডার। আহত হয়েছেন সাতজন।
এটা পরিস্কার নয় যে, গিলবার্তোকে উদ্দেশ্য করে হামলা চালানো হয়েছে কিনা। তিনি পেশাদারি পর্যায়ে খেলতেন পানামার ক্লাব অ্যাতলেতিকো ইন্দিপেন্দিয়েন্তের হযে। এ বছর মার্চে গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক তাঁর, খেলেছেন মাত্র দুই ম্যাচ। দ্বিতীয়টি প্রীতি ম্যাচটি আর্জেন্টিনার বিপক্ষে।
এই খেলোয়াড়ের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে পানামা ফুটবল ফেডারেশন। অকালেই ছেলের মৃত্যুতে শোকাহত গিলবার্তোর বাবা তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন, সহিংসতা বন্ধের। কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেছেন, তরুণদের মধ্যে সহিংসতা বন্ধে কোনো প্রকল্প চালুর।
কোলনে সাম্প্রতিক সময়ে হতাহতের ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত মাসে মাদক চোরাচালানের নিয়ন্ত্রণ নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের লড়াই হয় সেখানে। ৪০ হাজার অধিবাসীর শহরটিতে এ বছরে সন্ত্রাসী ঘটনায় নিহত হয়েছে ৫০ জন।