১২ সেপ্টেম্বর ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম,
ডেস্ক রিপোর্ট :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে ও জিয়ারত করতে যাচ্ছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। সমকাল
আজ মঙ্গলবার সকালে তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের নেতাদের সঙ্গে একটি মিনিবাসে করে ঢাকা থেকে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা দেন। যাত্রার শুরুতে হিরো আলম ও মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন সাংবাদিকদের সামনে কথা বলেন।
সেখানে আহমেদ সাইফুর রহমান ছোটন বলেন, ‘হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। আমরা জাতির পিতার মাজার জিয়ারত করতে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাচ্ছি।’
এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘প্রজন্মলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন। নামের সাথে লীগ আছে কিন্তু এটি একটি সংগঠন ছাড়া কিছু নয়।