নিজস্ব প্রতিবেদক।।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল সারাদেশে বইছে। প্রধান নির্বাচনে কমিশনের পক্ষ থেকে বিভিন্ন ধাপে বিভিন্ন উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল সহ বিস্তারিত জানানো হয়েছে। কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের নির্বাচন চতুর্থধাপে হলেও সম্ভাব্য প্রার্থীদের ডামাডোল, জনসংযোগ চলছে বিরামহীন। এ বিষয়ে বর্তমান ভাইস চেয়ারম্যান মিলন সরকারের নিরবতা খানিকটা কৌতূহল সৃষ্টি করেছে। বনফুল নিউজের সাথে নির্বাচন বিষয়ে কথা হয় মিলন সরকারের সাথে। নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন দীর্ঘ ৫ বছরই জনগণের পাশে থাকার চেষ্টা করেছি, আমার জায়গা থেকে যতটুকু সম্ভব শতভাগ চেষ্টা থাকলেও শতভাগ হয়তো করতে পারিনি তবে কিছু না কিছু করেছি। অসমাপ্ত কিছু কাজ বাকী আছে সে গুলো সমাপ্ত করার সুযোগ চাই। অনেকে বিভিন্ন এজেন্ডায় নির্বাচনে আসে কিন্তু আমার প্রিয় মেঘনাবাসী জানেন আমি আমার জীবনের সিংহভাগ সময় টা রাজনীতির সাথেই কাটিয়েছি আমার ধ্যান ধারণা পুরোটাই মেঘনার মাটিও মানুষকে নিয়ে। আমি গণমাধ্যমের মাধ্যমে বলতে চাই যেহেতু নির্বাচন প্রার্থীতা হওয়ার প্রতিটি নাগরিকের রয়েছে, আর আমি কখনো প্রতিযোগিকে ছোট ভাবিনা তবে আমি আশাবাদী মেঘনাবাসী আমাকে পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত করে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ ইনশাআল্লাহ করে দিবে। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।