• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদক, এক দালাল আটক

রিপোর্টার : / ৭০ বার পঠিত
আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

বিপ্লব সিকদার।।

খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় এক দালালকে হাতেনাতে আটক করেছে দুদক টিম।
আজ মঙ্গলবার (১৩ মার্চ) কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে খুলনা জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্স মেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক মো.আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদক সূত্র জানায়
বিভাগীয় পাসপোর্ট অফিস, খুলনার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয়, খুলনা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। টিমের সদস্যগণ প্রথমে উক্ত অফিসে সেবা গ্রহণের অজুহাতে অফিসের পাশে অবস্থিত বিভিন্ন কম্পিউটার দোকানদারদের সাথে কথা বলে। ছদ্মবেশে পর্যবেক্ষণে উক্ত অফিসের কতিপয় কর্মচারীর সাথে বিভিন্ন কম্পিউটার দোকানদারদের যোগসাজশ আছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। এছাড়াও টিম পাসপোর্ট অফিস প্রাঙ্গণ হতে একজন দালালকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে দুদক টিম কর্তৃক প্রাপ্ত তথ্যাবলি আমলে নিয়ে বিভাগীয় পাসপোর্ট অফিস, খুলনার পরিচালক তার দপ্তরকে দালালমুক্ত করার এবং সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করর বিষয়ে দুদক টিমকে অবগত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১