ডেস্ক রিপোর্ট :
মেঘনা উপজেলার কৃতি সন্তান বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক, পদন্নোতি পেয়ে সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা) জন্মস্থান মেঘনাকে অলংকৃত করেছেন।অধ্যক্ষ সেলিম ভুইয়া সহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তিন নেতাকে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভিন্ন জনগোষ্ঠীর সাথে কথা বলে জানা যায় যদিও তিনি বিরোধী দলের রাজনীতি করেন এটা মুখ্য বিষয় নয় মেঘনার সন্তান হিসেবে নিজ দলে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে জাতীয় রাজনীতিতে অবদান রেখে পদন্নোতি পেয়েছে আমরা মেঘনাবাসী গর্ব করতেই পারি। আমাদের নেতৃত্বে এটাই আমাদের অহংকার। পথচলা মসৃণ হোক এটা আমাদের কামনা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়াকে সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এবং জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দল আশা প্রকাশ করে উল্লিখিত নেতৃবৃন্দ দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।