• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন

শিল্পীরা বাস্তবেই দৈহিক সম্পর্কে জড়িয়েছেন যে ৫ সিনেমায়

রিপোর্টার : / ৪২৬ বার পঠিত
আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০১৯

৩ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম, বিনোদন ডেস্ক :

চলচ্চিত্র এমন এক জায়গা যেখানে বাস্তব জিনিসগুলোরই প্রতিফলন ঘটে। আর বাস্তব প্রতিফলন ঘটানোর জন্য চলচ্চিত্রের কলাকুশলীরা এমন অনেক কাজ করে থাকেন যা প্রশংসনীয় কিন্তু তাই বলে চরিত্রের প্রয়োজনে সরাসরি ক্যামেরার সামনেই দৈহিক সম্পর্ক মনে হয় একটু বেশি বাড়াবাড়ি। তবে অবাক লাগলেও এমনতা ঘটেছিল ৫টি সিনেমায়। জেনে নিন, সিনেমাগুলো কী কী।

সংস (ঝড়হমং): ২০০৪ সালের এই ব্রিটিশ রোম্যান্টিক ছবিতে নায়ক-নায়িকার ঘনিষ্ঠ মুহূর্তের সেই দৃশ্য ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। ছবির নায়ক-নায়িকা বাস্তবেই ক্যামেরার সামনেই দৈহিক সম্পর্কে জড়িয়েছিলেন।

অ্যান্টিক্রাইস্ট (অহঃরপযৎরংঃ): ভুতুড়ে এই ছবিতে যেমন ভয়ে গায়ে কাঁটা দেবে, ঠিক তেমনই এর যৌন দৃশ্য বাড়িয়ে তুলবে শরীরের উষ্ণতা। বিনোদনে ভরপুর এই ছবি ২০০৯ সালে বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল।

লাভ (খড়াব): ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই ফরাসি ছবিটি। যেখানে একাধিকবার অন্তরঙ্গ দৃশ্য দেখানো হয়েছে। তার উপর ছবিটি ছিল থ্রি ডি। ফলে বড়পর্দায় রীতিমতো জীবন্ত হয়ে উঠেছিল সেসব দৃশ্য। যা উপভোগ করেছিলেন সিনেমাপ্রেমীরা।

নিমফোম্যানিয়াক (ঘুসঢ়যড়সধহরধপ): এই ছবিতে আবার নগ্নতা ও যৌনতাকে তুলে ধরেছিলেন নায়িকার ডামি। নায়িকা নিজে মিলনের দৃশ্যে ছিলেন না। তাই সে সব দৃশ্যে তার শরীরকেই পর্দায় দেখানো হয়েছিল। ২০১৩ সালে মুক্তি পাওয়া এই ছবির এক-একটি দৃশ্য শরীরের উষ্ণতা বাড়িয়ে দিয়েছিল সিনেমাপ্রেমীদের।

ইন্টিমেসি (ওহঃরসধপু): দুই অচেনা মানুষ যারা জড়িয়ে পড়েছিলেন শারীরিক সম্পর্কে। এই হল ছবির গল্প। আর শুধু ক্যামেরার সামনেই নয়, ছবির স্বার্থে অফ ক্যামেরাও একাধিকবার যৌনতায় লিপ্ত হন নায়ক-নায়িকা। ক্যামেরার সামনে নিজেদের অভিব্যক্তিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতেই নাকি এই প্রয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০