• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন

অবসর নিলেন যুবরাজ

রিপোর্টার : / ৪১৮ বার পঠিত
আপডেট টাইম : সোমবার, ১০ জুন, ২০১৯

১০ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম ,ক্রিড়া ডেস্ক :

 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং। ১৯ বছর আন্তর্জাতিক ক্রিকেটে পদচারণায় ভারতের হয়ে একটি ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছেন যুবরাজ। ২০১১ সালে ঘরের মাঠে ভারতের বিশ্বকাপ জয়ের মিশনে ৩৬২ রান ও ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি।

ভারতের হয়ে যুবরাজ সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৭ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।  ২০০০ সালে মাত্র ১৮ বছর বয়সে কেনিয়ায় অনুষ্ঠিত আইসিসি নকআউট টুর্নামেন্টে নীল জার্সিতে অভিষেক হয় যুবরাজের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই টুর্নামেন্টে নিজের মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের উপস্থিতি জানান দেন যুবরাজ।

দীর্ঘ ক্যারিয়ারে যুবরাজ খেলেছেন ৩০৪টি ওয়ানডে, ৩৬ দশমিক ৫৫ গড়ে রান করেছেন ৮ হাজার ৭০১। সেই সাথে ঝুলিতে পুড়েছেন ১১১টি উইকেট। ২০০৩ সালের অক্টোবরে টেস্ট অভিষেক হয় তার। সর্বমোট ৪০ টেস্ট খেলে ১১ সেঞ্চুরির সাথে ৩৩ দশমিক ৯২ গড়ে তুলেছেন ১৯০০ রান।

তবে ২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয় ছক্কা মারার কীর্তিতেই সম্ভবত সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে থাকবেন এই কিংবদন্তি ক্রিকেটার। ক্রিকেট মাঠের সত্যিকারের এক সৈনিক ছিলেন যুবরাজ। শরীরে ক্যান্সার নিয়ে ভারতকে বিশ্বকাপ জেতানোই যার প্রমাণ হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০