১১ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বাপ্পী ওরফে
রাজিব (২৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় পুলিশের ৩ সদস্য আহত
হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) ভোররাতে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর
এলাকায় হোসেনপুর-লালমতি সড়কের মিল গেইটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বাপ্পী জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকার মৃত. দেলোয়ার
হোসেন দেলুর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ক্রিজ, একটি রামদা ও ১২শ পিস
ইয়াবা উদ্ধার করেছে।
পুলিশ সূত্র জানায়, ভোররাতে সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর এলাকায়
মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে সদর দক্ষিণ থানা পুলিশ। পুলিশের
উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী বাপ্পী ও তার সহযোগীরা পুলিশের উপর
হামলা চালায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক
ব্যবসায়ী বাপ্পী গুলিবিব্ধ হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর দক্ষিণ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, নিহত
বাপ্পী পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে থানায়
১১টির অধিক মামলা রয়েছে। মরদেহ কুমেক হাসপাতাল মর্গে রয়েছে।