১৫ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য যে যুদ্ধ, সৃষ্টির জন্য যে যুদ্ধ সেটাই সোনালী যুদ্ধ। শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্ন-উত্তর পর্বে তিনি এ কথা বলেন।
এর আগে বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রী সোনার বাংলা গড়ে তোলার জন্য সোনালি যুদ্ধ বলে মন্তব্য করেছেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় তার পক্ষে সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, দেশের কল্যাণ ও মঙ্গলের জন্য লক্ষ্যে যে যুদ্ধ সে যুদ্ধ কোনও অকল্যাণের যুদ্ধ নয়।