• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু শুক্রবার

রিপোর্টার : / ২২০ বার পঠিত
আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০

  • ৯ জানুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :

    ঢাকা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের কাউন্টডাউন শুরু হবে শুক্রবার (১০ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেজগাঁও বিমানবন্দরে কেন্দ্রীয়ভাবে এ আয়োজনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

    জন্মশতবর্ষ উদযাপন বাস্তবায়ন কমিটির সমন্বয়ক জানিয়েছে, বঙ্গবন্ধুর চেতনা পুরো দেশে ছড়িয়ে দিতেই এই আয়োজন। স্বাধীন দেশ পাওয়া হলো। লাল-সবুজ পতাকা ততদিনে নিজেদের হয়েছে। তবুও প্রতীক্ষা। অবশেষ ১০ জানুয়ারি ১৯৭২। নেতা ফিরে এলেন নিজভূমিতে। আবেগ আর উদ্দীপনায় গোটা দেশ তখন আনন্দ বন্যায় ভাসছিল।

    পাকিস্তানি বন্দিদশা থেকে স্বদেশ প্রত্যাবর্তনের এ দিনটিকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণ গণনার সূচনা মুহূর্ত হিসাবে বেছে নেয়া হয়েছে। প্রস্তুতি শেষ, এখন কেবল শেষ মুহূর্তের মহড়া। প্রধানমন্ত্রী উদ্ধোধন করবেন তাই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তবে এ আয়োজন থেকে বাদ পড়ছেন না সাধারণ মানুষ। নিবন্ধনের মাধ্যমে নির্বাচিতরা সরাসরি ক্ষণ গণনার অনুষ্ঠানে যোগ দিতে পারবেন।

    তবে শুধু ঢাকায় নয়, গোটা দেশে একযোগে শুরু হবে ক্ষণ গণনা। এ জন্য নেয়া হয়েছে নানা প্রস্তুতি। মার্চের ১৭ তারিখ বঙ্গবন্ধুর জন্মদিন থেকেই শুরু হবে শতবর্ষের বিভিন্ন আয়োজন।

    বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন বাস্তবায়ন কমিটির সমন্বয়ক কামাল আব্দুল নাসের জানালেন নানা পরিকল্পনার কথা।

    তিনি বলেন, ব্রিটিশ রাজকীয় বিমানে করে বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন। সে রকম একটি আবহ তৈরি করা হবে। আমরা চাচ্ছি এটাকে একটু ভিন্নমাত্রিক করতে।

    বাঙালির পরম স্বজন শেখ মুজিবুর রহমান সব সময়ই থাকবেন বাঙালির হৃদয়ে। এই উদযাপনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর চেতনায় স্বদেশ নির্মানে আরো উদ্যোমী হবে বাঙালি এমটাই প্রত্যাশা।

     


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১