কুমিল্লায় পিস্তল ও অস্ত্রসহ সংঘবদ্ধ চক্রের সাত ডাকাত গ্রেফতার করেছে র্যাব
রিপোর্টার :
/ ২১২
বার পঠিত
আপডেট টাইম :
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০
নিউজটি শেয়ার করুন
।১৮ জানুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম ,ডেস্ক রিপোর্ট : বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ চক্রের সাত ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার কুমিল্লা নগরীর শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৭জন সদস্যকে গ্রেফতার করে। সন্ধ্যায় র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক তালুকদার নাজমুছ সাকিব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি জানান তিনি জানান, সংঘবদ্ধ ডাকাত সদস্যরা বিভিন্ন জেলায় প্রথমে হকার সেজে মার্কেটের আশে-পাশে অবস্থান নেয়। পরে সুযোগ বুঝে তারা মোবাইল দোকান ও বিকাশ দোকানে ডাকাতি করে। এর আগে আশুলিয়ার নবীনগরের একটি মার্কেটে ডাকাতির কথা স্বীকার করেছে তারা।অন্যদিকে চাল বোঝাই ট্রাক ডাকাতিকালে একটি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ শুক্রবার গভীর রাতে মাহাসড়কের বুড়িচং উপজেলার কাবিলা এলাকা থেকে ৫ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, ডাকাতির সময় ট্রাক চালকের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ডাকাতদের আটক করে। পরে পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়া হয়।