১৪ এপ্রিল ২০২০, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬ জনে। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২০৯ জন।
মোট আক্রান্তের সংখ্যা ১০১২ জন। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৮০৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা হয়েছে ১৯০৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৩১২৮টি।
এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুরের পর প্রাথণঘাতী করোনা ভাইরাসের হটস্পট হয়ে উঠছে ঢাকা ও নারায়ণগঞ্জের নিকটবর্তী জেলা কুমিল্লা।
জেলাজুড়ে নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন আক্রান্ত কমিউনিটি ট্রান্সমিশনে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।
নতুন আক্রান্তদের মধ্যে জেলার তিতাসে ৩ জন, দাউদকান্দিতে ২ জন, চান্দিনা, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলায় একজন করে। তিতাসে তিনজন কন্ট্রাক্টের মাধ্যমে আক্রান্ত।
পহেলা বৈশাখের এই দিনে বড়সড় খারাপ খবর পেলো কুমিল্লাবাসী । সব মিলিয়ে কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে। মৃত্যু হয়েছে একজনের।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ রোগকে কোভিড-১৯ নামকরণ করে গত ১১ ফেব্রুয়ারি এবং কোভিড-১৯ মহামাথরি হিসেবে ঘোষণা দেয় ১১ মার্চ।