আনিসুর রহমানঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে করোনা, অতি বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুম চলমান করোনা পরিস্থিতির স্বাস্থ্যবিধি রক্ষা করে শুক্রবার উপহার সামগ্রী বিতরণ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত উপহার প্রতি প্যাকেটে ১০ কেজি চাউল প্যাকেটজাত করে মোট ৪৪২ টি প্যাকেট দুঃস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে বিতরণ হয়।
ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যান জানান প্রতি জুমার দিন শুক্রবার সকালে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের মাঠে এই বিপদ কালিন সময়ে কষ্টে জীবনযাপন করা জনগনের মাঝে উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকছে এবং আমি নিজে উপস্থিত থেকে পরিচালনা করছি।
উপস্থিত জনতার মতে, তারা যখনই যেকোনো সমস্যায় পরে চেয়ারম্যান মাসুমের দারস্থ হয়েছে তখনই চেয়ারম্যানের পক্ষ থেকে আশানুরূপ সমাধান পেয়েছে এবং আজও পাচ্ছে। তাই সকলের মনের আশা চেয়ারম্যান মাসুমের মতো একজন জনদরদী মানুষের নিকট থেকে যেন তারা সবসময় সেবা গ্রহন করতে পারে।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ, পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার সেলিম রেজা, মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম ও মেঘনা শিল্পাঞ্চলের ত্রাণ কমিটি সকলেই।