০৩ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে নাটোরের বাগাতিপাড়ায় শক্ত অবস্থানে রয়েছে পুলিশ। শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় অভিযান চালিয়ে বিভিন্ন মোড়ের চায়ের দোকানের আড্ডা বন্ধ করতে চায়ের ৯টি কেটলি জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, চলমান লকডাউনে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী ব্যাপক তৎপর রয়েছে। সাধারণ মানুষকে করোনা ভাইরাসের সংক্রমণরোধে ঘরে রাখতে নিয়মিত টহল জোরদার রয়েছে। এরপরও বিভিন্ন মোড়ে চায়ের দোকান খোলা রাখায় সাধারণ মানুষ সেখানে আড্ডা জমাচ্ছেন। এসব আড্ডা বন্ধে উপজেলার বিভিন্ন এলাকার চায়ের দোকান থেকে ৯টি কেটলি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম কেটলি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।