১৬ আগষ্ট ২০২০, আজকের মেঘনা ডটকম,
রবিউল তালুকদার মিলন,
নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লায় বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকিতে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
সকালে কুমিল্লা নগর উদ্যান সংলগ্ন জাতীর পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, মহিলা সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ বিভিন্ন সরকারী বেসরকারী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
এসময় জাতীর পিতার উদ্দেশ্যে সশ্রস্র সালাম প্রদান ও মোনাজাত করা করা হয়।
পরে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে নগরীর শুভপুর শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সে জেলা প্রশাসন ও কুমিল্লা সামাজিক বন বিভাগের আয়োজনে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
দিবসটি অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরনী।