১৯ আগষ্ট ২০২০, আজকের মেঘনা ডটকম, মেঘনা প্রতিনিধি :আজ বুধবার দুপুরে ডা.আ:আজিজ মেমোরিয়াল সেন্টার এর সৌজন্যে কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৪৩ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই উপজেলা মুক্ত মঞ্চ, টেনিস কোর্ট উদ্বোধন সহ ভুমিহীনদের মাঝে কবুলিয়ত বিতরণ করেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা.মো: নিয়াতুজ্জামান, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার ,মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন মেঘনা থানা অফিসার ইনচার্জ আবদুল মজিদ ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জালাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।