• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

ইঞ্জিনিয়ার মাসুমের ব্যবস্থাপনায় আহ্বায়ক কমিটির উদ্যেগে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উদযাপন

রিপোর্টার : / ১৯৩ বার পঠিত
আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

শাহারুখ আহমেদঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আওয়ামীলীগ আহবায়ক কমিটির উদ্যোগে উপজেলা যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ব্যবস্থাপনায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা ওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিনের সূচনা হয়।
পরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা, দোয়া ও কেক কেটে জন্মদিন পালন করে উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিড়লসভাবে কাজ করে যাচ্ছেন। তার হাত ধরেই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নে রোল মডেল। এ সফলতা এমনিতে আসেনি। নানা প্রতিকূলতাকে পেছনে ফেলে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও ১৯৮১ সালে ওয়ামীলীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দলকে সুসংগঠিত করেন এবং ১৯৯৬ সালে প্রথম ও ২০০৮ সাল থেকে টানা তিন মেয়াদে দলকে দেশের নেতৃত্বের আসনে বসাতে সক্ষম হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম (চেয়ারম্যান পিরোজপুর ইউনিয়ন পরিষদ), এস এম জাহাঙ্গীর, জাহিদ হাসান জিন্নাহ চেয়ারম্যা,      উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, তাছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।

তাছাড়া আরো উপস্থিত ছিলেন, ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ ছগীর আহমেদ, হাজী, মোঃ সোহাগ রনি, এডভোকেট ফজলে রাব্বী সগ আওয়ামী অঙ্গ সংগঠকের সকল নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১