প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনে দোয়া মুনাজাতের আয়োজনে নাসরিন সুলতানা
ঝরা
আনিসুর রহমানঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনকে কেন্দ্র করে বাংলাদেশ যুব মহিলা লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁ পৌরসভার সুযোগ্য মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া মুনাজাত ও কেক কাটার আয়োজন করেন।
২৮’শে সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭ টায় সোনারগাঁ পৌরসভার কার্যালয় সংলগ্ন গোল চত্বরের পাশে বহু লোকের অংশ গ্রহনে একটি আনন্দমুখর পরিবেশে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নাসরিন সুলতানা ঝরার পাশাপাশি আরো উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে পৌরসভার যুবলীগের সভাপতি মোঃ আসাদুল ইসলাম, বিশেষ অতিথি সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন, পৌরসভা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি অপু সরোয়ার, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, ৪নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি মোঃ উজ্জ্বল, পৌরসভা শ্রমিকলীগের প্রচার সম্পাদক আব্দুস সাত্তার ও সোনারগাঁ ছত্রলীগের সদস্য খায়রুল ইসলাম রুপক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সাধারণ জনতা।