• শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

কলকাতাকে হারিয়ে ফের শীর্ষে ফিরলো মুম্বাই

রিপোর্টার : / ১৭৮ বার পঠিত
আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

কুইন্টন ডি ককের ব্যাটে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্স সহজ জয় পেয়েছে। শুক্রবার রাতে তারা কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে ৮ উইকেটে। 

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কলকাতা প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪৮ রান তোলে। জবাবে ১৬.৫ ওভারেই ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মুম্বাই।

ডি কক ইনিংসের গোড়াপত্তন করতে এসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৪৪ বল খেলে ৯ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৭৮ রান করেন তিনি। তার সঙ্গে ১১ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ২১ রান করেন হার্দিক পান্ডিয়া। সূর্যকুমার যাদব ১০ ও রোহিত শর্মা ৩৫ রান করে আউট হন।

তার আগে কলকাতা ব্যাট করতে নেমে ৬১ রান তুলতেই হারিয়ে বসেছিল ৫ উইকেট। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক ইয়ান মরগান ও অলরাউন্ডার প্যাট কামিন্স। তারা দুজন ৮৭ রানের জুটি গড়ে দলকে ১৪৮ রানের সংগ্রহ এনে দেন।

মরগান ২৯ বলে ২ চার ও সমান সংখ্যক ছক্কায় অপরাজিত ৩৯ রান করেন। আর কামিন্স ৩৬ বলে ৫ চার ও ২ ছক্কায় করেন অপরাজিত ৫৩ রান।

মুম্বাইর রাহুল চাহার বল হাতে ২টি উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন কুইন্টন ডি কক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১