দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫ হাজার ৭৪৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪ কোটি ১৫ লাখ ৪১ হাজার ২২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ লাখ ৩৭ হাজার ১৯০ জন। বিপরীতে সেরে উঠেছেন ৩ কোটি ৯ লাখ ৩৯ হাজার ২৪১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৪৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন।