• সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

স্বীকৃতি পেলেন ববি

রিপোর্টার : / ২২৩ বার পঠিত
আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

বিনোদন প্রতিবেদকঃ  ঢাকাই সিনেমার অন্যতম চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। পর্দায় নিজেকে বারবারই তিনি ভিন্ন লুকে ধরা দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি গড়ে তুলেছেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান নাম ‘ববস্টার ফিল্মস’। গড়ে তুলেছেন তার প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল। 

প্রযোজনা প্রতিষ্ঠানটি শুরু পরেই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ববস্টার ফিল্মস’ খোলেন। এরইমধ্যে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। যার স্বীকৃতির পুরস্কার হিসেবে ইউটিউব থেকে সিলভার বাটন পেলেন ‘ববস্টার ফিল্মস’-এর কর্ণধার ববি।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন, ‘সিলভার প্লে বাটন প্রাপ্তির কথাটা বেশ কিছুদিন আগেই ইউটিউব কর্তৃপক্ষ আমাকে জানিয়েছিল। গত পরশু (২১ অক্টোবর) এটি হাতে পেলাম। যারা তার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ববি বলেন, ‘তাদের কারণেই এটা সম্ভব হয়েছে।’

গত বছরের জানুয়ারিতে এ নায়িকা তার প্রযোজিত ‘বিজলী’ ছবির গান ইউটিউবে প্রকাশ করেন। এরপর নিয়মিত এটি ছাড়াও ‘নোলক’ ছবির বিভিন্ন কন্টেন্ট চ্যানেলটিতে অবমুক্ত করেছেন। পাশাপাশি তার ফটোশুটের ভিডিও এখানে রয়েছে।

প্রসঙ্গত, ২০১০ সালে খোঁজ দ্য সার্চ ছবির মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ববি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০