শাহারুখ আহমেদ- পৌর নির্বাচন পৌর বাসীর সুখ-দূখের নির্বাচন, ব্যবসায়িক নির্বাচন নয়। কোন কুচক্রি মহল, প্রতি হিংসা, পিছন থেকে সমালোচনা করে ক্ষমতা অর্জন করা যায় না। ক্ষমতার মালিক আল্লাহ। দুর্নীতি বা সমালোচনা না করে জনগণের পাশে দাড়ানো সকলের উচিত। টাকার ভয় দেখিয়ে কাজ হবে না, আমি কখনো টাকার কছে মাথা নত করিনি। আমি জনগনের সেবক তাই জনগণের মাঝে সাধারণ ভাবেই থাকতে চাই।
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ৩১শে অক্টোবর রোজ শনিবার সন্ধ্যা ৬:০০ ঘটিকার সময় সোনারগাঁ রয়েল রিসোর্ট হল রুমে মেয়র সাদেকুর রহমানের সভাপতিত্বে নাগরিক কমিটির বিশেষ সাধারণ সভায় এসব কথা বলেন নারায়নগঞ্জ ৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।
অনুষ্ঠানে নাগরিক কমিটির পূর্ণ সমর্থন লাভ করেন বাংলাদেশ মহিলা সংস্থার সোনারগাঁ শাখা চেয়ারম্যান ডালিয়া লিয়াকত।
নাগরিক কমিটির সাধারন সম্পাদক হিসেবে সাবেক মেয়র সাইদুর রহমান মোল্লা বিভিন্ন দিক নিদের্শনামুলক বক্তব্য দেন এবং নাগরিক কমিটির সকল নেতৃবৃন্দ ডালিয়া লিয়াকতকে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করার আশ্বাস দেন।
উপস্থিত নাগরিক কমিটির সভায় জনাবা ডালিয়া লিয়াকত বলেন, আল্লাহ্ সব কিছুর মালিক, আপনারা আমার পাশে থাকলে আমি অবশ্যই পৌরসভার যত অসম্পূর্ণ কাজ রয়েছে আমি তা সম্পূর্ণ করার চেষ্টা করব। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই।
নাগরিক কমিটির বিশেষ সভায় উপস্তিত ছিলেন অর্জুন্দী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মোহাম্মদ রহিম মোল্লা, মোঃ কামাল সিকদার, মোঃ আরিফ সিকদার, মোঃআনোয়ার প্রধান মোঃনিলু মোল্লা, মোঃ বাদশা প্রধান , বীর মুক্তিযুদ্ধা সুলতান মোহাম্মদ বাদশা মোল্লা, লিংকন সিকদার, পৌরসভার আবু নাঈম ইকবাল, ১নং ওয়ার্ডের কাউসিলর মোঃ শাহাজালাল মিয়া, কমিশনার দুলাল, কমিশনার নাসিম পাশা, কমিশনার তপন, মোক্তার হোসেন, সালাউদ্দীন, হানিফ মাষ্টার, কাউন্সিলর জায়েদা আক্তার মনি,
জাতীয় পার্টির আহবায়ক এবং পৌর নাগরিক কমিটির যুগ্ন সাধারন সম্পাদক এম এ জামান, মোহাম্মদ আলী,শফিউল্লাহ শফি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেন্সী এবং পৌরসভার বিভিন্ন গ্রাম থেকে আগত নাগরিক কমিটির সদস্যবৃন্দ।