শুভ জন্মদিন প্রিয় “মেঘনা উপজেলা “
২৬ আগষ্ট ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট।।
আজ মেঘনা উপজেলার ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিনটি উপলক্ষে নিজস্ব ফেসবুক ওয়ালে যাদের শ্রদ্ধা ভরে স্বরণ করেছেন মেঘনা উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি,উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, কুমিল্লা -২ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম। হুবহু তুলে ধরা হলো –
শুভ জন্মদিন প্রিয় “মেঘনা উপজেলা ”
গভীর অতল শ্রদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও তদানীন্তন জাতীয় সংসদের প্রয়াত স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্যারকে- যাদের অসামান্য মহানুভবতায় ১৯৯৮ সালের এই দিনে অত্র এলাকাবাসীর সুদীর্ঘকালের প্রাণের দাবী “মেঘনা উপজেলার” সৃষ্টি হয়।
অনাগত এবং বর্তমান প্রজন্মের জন্য এক স্বপ্নময়, মানবিক মেঘনা গড়ার লক্ষে আজকের এই শুভ দিনে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আসুন এই মহতী লক্ষ অর্জনে দলমত নির্বিশেষে আমরা একসাথে পথ চলি।
এই উপজেলা প্রতিষ্ঠায় কল্পনাকে বাস্তবে রুপ দিতে- সেই কঠিন দিনগুলিতে- যারা আমাকে ও আমার সহকর্মীগনদেরকে সহযোগিতা করেছেন, পাশে দাড়িয়েছেন, তাদের সকলকে আজকের এই মহেন্দ্রক্ষনে পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি।