এবার আইপিএল থেকেও অবসরের ঘোষণা দিলেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন। আইপিএলের ২ বারের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ওয়াটসন রোববার এমন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তার দল চেন্নাই সুপার কিংসকে।
কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের পর তিনি এমন সিদ্ধান্ত নেন। মূলত এই আসরের প্লে অফে উঠতে না পারার পর, এখানেই ইতি টানার ঘোষণা দেন অজি তারকা।
এরফলে সবধরণের ক্রিকেটকেই বিদায় বলে দিলেন ওয়াটসন।
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন শেন ওয়াটসন। তবে নিয়মিতই খেলে যাচ্ছিলেন আইপিএলে।
আন্তর্জাতিক ক্যারিয়ারের মতোই, আইপিএলেও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন ওয়াটসন। ২ বার জিতেছেন শিরোপা। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর, ২০১৮ সালে জেতেন চেন্নাই সুপার কিংসের হয়ে।
২০০৮ সালে একক নৈপুন্যে রাজস্থান রয়্যালসকে ট্রফি জিতিয়ে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন তিনি। ২০১৩ সালের আসরেরও সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৩৯ বছর বয়সী এই তারকা।
আইপিএল ক্যারিয়ারে সবমিলিয়ে ১৪৫টি ম্যাচ খেলেছেন ওয়াটসন। এরমধ্যে প্রায় ১৩৮ স্ট্রাইক রেটে সংগ্রহ করেন ৩৮৭৪ রান। পাশাপাশি এক হ্যাটট্রিক সহ ৯২টি উইকেটও শিকার করেন এই অলরাউন্ডার। আইপিএলে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কত্বও করেন তিনি।
২০১৮ সালে ৪ কোটি রুপির বিনিময়ে চেন্নাইয়ে যোগ দেন তারকা অলরাউন্ডার। এবারের আসরে দল ব্যর্থ হলেও বেশ সফল ছিলেন ওয়াটসন। ১১ ম্যাচে করেছেন ২৯৯ রান। আইপিএলের ইতিহাসে এবারই প্রথমবারের মতো প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছে চেন্নাই সুপার কিংস। এরপরই এমন ঘোষণা দিলেন তিনি। তবে আইপিএলের আগামী আসরগুলোতে কোচ কিংবা মেন্টর হিসেবে দেখা যেতে পারে তাকে।