• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

বাইডেনকে বিশ্ব নেতাদের অভিনন্দন

রিপোর্টার : / ২২৫ বার পঠিত
আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট এ প্রার্থী।

একইসঙ্গে বিশ্ব নেতাদের অনেকেই বাইডেনের রানিং মেট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন।

ইংরেজি ও ফরাসি ভাষায় করা টুইটে জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুই দেশের মধ্যে ‘অনন্য’ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমি সত্যিই আপনাদের দু’জনের সঙ্গে কাজ করার এবং এর প্রত্যাশা করছি।

অভিনন্দন জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, অগ্রাধিকারের সঙ্গে একত্রে কাজ করাই আমাদের লক্ষ্য।

হোয়াইট হাউজে কমলা হ্যারিসের উপস্থিতি ভারত-মার্কিন সম্পর্ক আরও জোরদার হবে উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এটি দুই দেশের জন্য বিশাল সাফল্য।

ট্রুডোর মতো ইংরেজি ও ফরাসি ভাষায় টুইট করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। অভিনন্দন জানিয়ে করা এক টুইটে তিনি বলেন, দুই দেশেই বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো উতরে যেতে সক্ষম হবে বলে আমি আশা করি।

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ অভিনন্দন জানিয়ে বাইডেনকে ‘একটি উন্নত ইরাক গড়ার কারণ হিসাবে বন্ধু এবং বিশ্বস্ত অংশীদার’ বলে অভিহিত করেন।

ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বাইডেনকে জোটের ‘শক্তিশালী সমর্থক’ হিসাবে উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০