ভারত শাসিত কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় এক সেনা কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছে। রোববার রাজ্যের কাপাওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানিয়েছেন, কাশ্মিরের উত্তরে মাচিল সেক্টরে অভিযানে তিন বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়েছেন। গত এপ্রিলের পর কেন্দ্র শাসিত রাজ্যটিতে এটাই সবচেয়ে বড় অভিযান ছিল।
নিয়ন্ত্রণ রেখার কাছে স্থানীয় সময় শনিবার রাত ১টায় সন্দেহজনক গতিবিধি নজরে আসে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের। এসময় তারা অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ করে। তিন ঘণ্টার বন্দুক লড়াইয়ে এক বিচ্ছিন্নতাবাদী ও বিএসএফের এক কনস্টেবল নিহত হয়। খবর পেয়ে সেখানে অতিরিক্ত সেনা পাঠানো হয়। রোববার সকাল ১০টা ২০ মিনিটের দিকে নিয়ন্ত্রণ রেখা থেকে দেড় কিলোমিটার দূরে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান শনাক্ত হয়। এখানে বন্দুকযুদ্ধে এক সেনা কর্মকর্তা ও দুই সেনা সদস্য নিহত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া আরও দুই সেনা সদস্য আহত হয়েছে।