• রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

রানা প্লাজার মালিকের জামিন হাইকোর্টে স্থগিত

রিপোর্টার : / ১৯৭ বার পঠিত
আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

২৩ নভেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাকে বিচারিক আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন স্থগিত করেছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। সোহেল রানার পক্ষে আইনজীবী ছিলেন মো. আলমগীর হোসেন।

খুরশিদ আলম খান জানান, গত ১৭ মে রানাকে জামিন দেন বিশেষ জজ আদালত। এর বিরুদ্ধে করা দুদকের আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ৮ জুন নিয়মিত আদালত খোলা পর্যন্ত জামিন স্থগিত করেন। এ আদেশ অনুসারে আজ আদালত জামিন বাতিল প্রশ্নে রুল জারি করেছেন। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন স্থগিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাভার মডেল থানায় মামলা করেন দুদকের উপ-পরিচালক মুহা. মাহবুবুল আলম।

মামলায় ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৭৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে বলে জানান আমিন উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০