১২ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
করোনাভাইরাস সংক্রমন বেড়ে যাওয়ায় জাতীয় সংসদের তিন আসনে উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে নতুন করে ২৮ জুলাই নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
এ আসনগুলোতে গত ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত আগ্রহীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করেছে আওয়ামী লীগ। উপ-নির্বাচনে প্রার্থী হতে ৪ দিনে ৭৬ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে কুমিল্লা-৫ আসনে ২৯, ঢাকা-১৪ আসনে ২৬ এবং সিলেট-৩ আসনে ২১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
তার মধ্যে তিনটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন- ঢাকা-১৪ আগাখান মিন্টু, সিলেট-৩ হাবিবুর রহমান ও কুমিল্লা-৫ আবুল হাসেম খান।
উল্লেখ্য, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক গত ১৪ এপ্রিল, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ১১ মার্চ এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মারা যাওয়ার পর এই আসনগুলো শূন্য হয়।