০৮ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মোবাইল ফোনের মাধ্যমে জনপ্রতি আড়াই হাজার টাকা দেয়া ক্ষেত্রে যে দুর্নীতি আর হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত ত্রাণসামগ্রী চুরির কাহিনী, এসব দেখে মনে হয় করোনা সরকারদলীয় লোকজনের জন্য আর্শীবাদ হয়ে এসেছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অর্থ মন্ত্রণালয়ের এক অবস্থানপত্রে ধরা পড়েছে—মোবাইল ফোনের মাধ্যমে দেয়া ৫০ লাখের তালিকায় ১৪ লাখ ৩৩ হাজার লোকের নামই ভুয়া। পত্রিকায় খবর এসেছে যে—ঝিনাইদহে দুইজন কোটিপতিকেও এ ত্রাণ দেয়া হয়েছে। একজনের নাম খোকন সরকার, আরেক জনের নাম হচ্ছে রাজু দাস। তারা কোটিপতি। একজনের জুয়েলারি আছে, আরেকজনের কোম্পানি আছে।
তিনি বলেন, মেগা প্রজেক্টের মেগা দুর্নীতির সব কাহিনী তো আপনাদের জানা আছে। এসব মেগা প্রজেক্টে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন পর্যায়ে চরম অস্বচ্ছতা, অদক্ষতা ও রাষ্ট্রীয় সম্পদ অপচয় ও মহা দুর্নীতির মহা রেকর্ড তৈরি হচ্ছে। এ ব্যাপারে ইতোপূর্বে অনেক বার বলা হয়েছে। ওইসব প্রকল্পের অর্থ বর্তমানে মানুষের জীবন বাঁচানোর উদ্দেশ্যে বরাদ্দ দিতে পারে সরকার। কিন্তু তা তারা করছে না।