২৬ জুন ২০১৯, আজকের মেঘনা ডটকম, স্টাফ রিপোর্টার : কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা আহবান করেছেন আগামী ২৯ জুন ২০১৯। উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান হোসেন আকাশের ফেসবুক ওয়ালে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার স্বাক্ষরিত দলের প্যাডে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। প্যাডে উল্লেখ করা হয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সর্বশেষ গত ২০ জুন চিঠি অনুযায়ী এ সভা আহবান করা হয়। সভায় সভাপতির আসন গ্রহণ করবেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল আলম। উপজেলা সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে নেতা কর্মীদের উপস্থিত থাকার আহবান জানান।