• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন

আশা করি, সুন্দর নির্বাচন হবে

রিপোর্টার : / ২২৭ বার পঠিত
আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম বলেন, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন আশা করছি। যেকোনো নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব দল অংশ নিচ্ছে। তাই এটি সুন্দর নির্বাচন হবে বলে আমরা আশা করি।

আজ মঙ্গলবার দুপুরে রিটার্নিং অফিসার আবুল কাসেমের কাছে মনোনয়নপত্র দাখিল করে সাংবাদিকদের আতিকুল ইসলাম এসব কথা বলেন।

জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করে তিনি বলেন, নৌকার কোনো ব্যাক-গিয়ার নেই। আমরা জয়ের আশাবাদী।

আতিকুল ইসলাম বলেন, আমাদের বিশ্বাস, সবাই নির্বাচন আসবে। ইভিএমে সুষ্ঠু ভোট হবে। তারা বলছে প্রহসনমূলক ভোট, কিন্তু এটি সত্য নয়। ভোট হবে সুষ্ঠু।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এবং আমার দল অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে। মাঝপথে ভোট থেকে যেন কোনো প্রার্থী সরে না যায়, সেটিই আমরা আশা করি। ইভিএমে আমাদের যেতে হবে, পার্শ্ববর্তী দেশ ইতোমধ্যে ইভিএমে চলে গেছে।

অপর এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, দুর্নীতি ও জঙ্গিবাদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো কাউন্সিলর দুর্নীতি বা ক্যাসিনোর সঙ্গে যাতে যুক্ত না হয়, সেই দিকে নজর থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১