শাহারুখ আহমেদঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার চৌরাস্তা বাসস্ট্যান্ড পার্শ্ববর্তী মাননীয় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহ্ মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা। আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবাল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাতীয় পার্টির নেতা আবু তালেব চৌধুরী জিসান, সহ আরও অনেকে।
কমিটিতে যুগ্ন আহবায়ক হয়েছেন আলহাজ ছগির ভূইয়া গেলমান মেম্বার, দেলোয়ার হোসেন, মোঃ ইব্রাহিম ভূইয়া মেম্বার, মোঃ রেজাউল করিম ( সাবেক মেম্বার), কামরুজ্জামান ভূইয়া কামরুল মেম্বার, সুজন ভূইয়া মেম্বার ,মোঃ সানাউল্লা মেম্বার, মোঃ বকুল মেম্বার, মোঃ ফারুক মিয়া।
সিনিয়র সদস্য হিসেবে নিলুফা বেগম ময়না মেম্বার , জরিনা বেগম মেম্বার ,সাইফুল ইসলাম,মোঃআশরাফুল, মোঃ এমরান মিয়া, মোঃ শাহালম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আশরাফুল ভূঁইয়া মাকসুদকে আহবায়ক ও আলীজান মেম্বারকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।