• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত হানিফের রোগমুক্তির জন্য নিউইয়র্কে দোয়া মাহফিল

রিপোর্টার : / ২০৯ বার পঠিত
আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনা আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুবুল আলম হানিফ এমপির রোগমুক্তি কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ ক্লাবে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ এর আয়োজন করে। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন বাবু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজী, এম আলমগীর, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে আলমগীর, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিবলী সাদেক শিবলু, মাহফুজ হায়দার, রশিদ রানা, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা, নির্বাহী সদস্য গোলাম মওলা চৌধুরী, যুবলীগ নেতা জাহিদ হোসেন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিনসহ বাংলাদেশ ক্লাবের আরো অনেক নেতৃবৃন্দ।

সভায় বক্তারা উল্লেখ করেন, মাহবুব-উল-আলম হানিফ জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে দিনরাত কাজ করছেন এবং জনগণের সেবা করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে পুনরায় কর্মীদের মাঝে ফিরে এসে সেবা করতে পারেন সেই আশা ব্যক্ত করেন বক্তারা।

কর্মীবান্ধব এই জননেতা বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা বিনির্মাণে বরাবরের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে উল্লেখ করেন বক্তারা।

দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য নুরুল আফসার সেন্টু, নির্বাহী সদস্য আবদুল হামিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১