২৮ মার্চ ২০২১, আজকের মেঘনা ডটকম, মেঘনা প্রতিনিধি :নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে শুক্রবার (২৬ মার্চ) হওয়া বিক্ষোভে নেতাকর্মীদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম এর প্রতিবাদে কুমিল্লার মেঘনা উপজেলা যুবলীগের উদ্যোগে হরতাল বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আজ রবিবার মানিকার চর এল এল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একত্রিত হয়ে বিক্ষোভকারীরা উপজেলার বিভিন্ন সড়কে মটর সাইকেল মহড়া সহ মিছিল করে পরে বিআর টিসি মোড়ে এসে সমাবেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আল বাকী শামিম, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাষ্টার, যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান, যুগ্ম আহবায়ক টিপু সহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ।