উক্তিটি করেছেন মেঘনা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
১২ সেপ্টেম্বর ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম, মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আশ্রায়ন প্রকল্পের (মির্জানগর) বাসিন্দাদের সাথে নারী নির্যাতন, বাল্যবিবাহ, প্রতিরোধ সহ বিভিন্ন অসংগতি নিয়ে উঠান বৈঠকের আয়োজন করেছে মেঘনা উপজেলা মহিলা বিষয়ক অফিস। সোমবার আশ্রায়ন প্রকল্পের মহিলা বাসিন্দারা উঠান বৈঠকে যোগ দেন,মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মিশে যান তাদের সাথে খুলে বলেন তাদের ভালো, মন্দ মনের কথা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা এমদাদ হোসেন। এমদাদ হোসেন সুঠাম, সুন্দর, দেহের অধিকারী অতি সাধারন মানুষের সাথে দ্রুত মিশে যান। উঠানে যেন ঘরোয়া আলোচনা। খাদিজা আক্তার সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরেন এবং বাসিন্দাদের কি কি সরকারি সুযোগ সুবিধা আছে, সরকারি দপ্তরে যে কোন সমস্যা নিয়ে যাওয়ার বিষয়ে সচেতন করেন। উঠান বৈঠকে উপস্থিত হওয়া নারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে “মানুষ গুলো খুব সরল” উক্তিটি করেন।