৪ সেপ্টেম্বর ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম,
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার মেঘনা উপজেলায় ১০ কেজি গাঁজা জব্দ, নারী সহ দুই জনকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন তিতাস উপজেলার বন্ধরামপুর এলাকার ইয়ার খাঁন (২৮), মুরাদনগর উপজেলার লাজৈর এলাকার সীমা আক্তার (১৮)। গতকাল রোববার মানিকার চর বাজারে মুগারচর গামী সিএনজি স্ট্যান্ড থেকে গাঁজাসহ আসামীদের আটক করা হয়েছে। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় সিএনজি স্ট্যান্ড এ এসে এক সিএনজি থেকে নেমে একটি ব্যাগ সহ দুই ব্যক্তি অন্য সিএনজিতে উঠতে গেলে তাদের গতিবিধি সন্ধেহ হলে স্থানীয় জনতা আটক করে মানিকার চর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য বাতেন খন্দকারের বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে খন্দকার আব্দুল বাতেন থানায় ফোন করে ৫ বান্ডিল গাঁজা সহ দুই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেন। এ বিষয়ে থানার উপ পরিদর্শক (নিরস্ত্র)হাক্কানি বিল্লাহ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।