৬ সেপ্টেম্বর ২০২৩ ইং,আজকের মেঘনা ডটকম, মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জাহের আলীকে(৭৫)রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন সহ পুলিশ টিম। পরবর্তীতে জানাজা শেষে কান্দারগাঁও কবরস্থানে সমাহিত করা হয়।
মুক্তি যোদ্ধা জাহের আলী দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি —রাজিউন)।মৃত্যুকালে বয়স হয়ে ছিল ৭৫ বছর।তিনি পরিবার, স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর সন্তানের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন ব্যক্তীবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের জানাজায় মুক্তি যোদ্ধা, জনপ্রতিনিধি, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।