৬ সেপ্টেম্বর ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম, মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মুজাফফর আলী হাইস্কুল এন্ড কলেজের আয়োজনে এ সমাবেশ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা ইসলাম সিআইপি। মুখ্য আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।
অধ্যক্ষ আব্দুর রউফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন, গভর্নিং বডির সভাপতি,বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন রিপন, অভিভাবক সদস্য, অভিভাবক বৃন্দ,কৃতি ও সাধারণ শিক্ষার্থী,সহ অন্যরা।