৬ জুন ২০২১,আজকের মেঘনা ডটকম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলার দড়িকান্দি গ্রামে সিধ কেটে চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল গভীর রাতে ছাত্তার মুন্সির ঘরে এ ঘটনা ঘটে। ছাত্তার মুন্সির ছেলে রাজিব মুন্সি বলেন গতকাল মা জরুরি প্রয়োজনে ছোট ভাইকে নিয়ে ঢাকা আসে কিন্তু আরেক ছোট ভাই রিমন ঘরে ছিলো সে রাতে আউট সোর্সিং কাজ করে সে সময় পিরা কেটে সুরঙ্গ করে ঘরে ঢুকে একটা সময় রিমন টের পেলে চোরের দল পালিয়ে যায়। কি পরিমান ক্ষতি হয়েছে তা বলতে পারছিনা মা ঢাকা থেকে আসলে বলা যাবে। এ ঘটনায় গ্রামবাসী আতংকে রয়েছে কারন কয়েক দিন পূর্বে একই গ্রামের সুজন মুন্সীর ঘরে চুরি সংঘটিত হয় সে দিন ও ঘরের লোক বেড়াতে গিয়েছিল এখানে স্পষ্ট এলাকায় কোন সোর্স বা চোরের চক্র দ্বারা এসব হচ্ছে কিনা প্রশাসনের প্রতি খতিয়ে দেখার অনুরোধ করেছেন গ্রাম বাসী।