২৬ অক্টোবর ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :
মেঘনার চালিভাঙা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবিরের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌকা প্রার্থী আব্দুল লতিফ সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও প্রতীক অবমাননার অভিযোগে মানব বন্ধন করে এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার উপজেলা চালিভাঙা ইউনিয়নের মৈশার চর এলাকায় এ মানব বন্ধন করা হয়। শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে মানববন্ধনে নৌকার প্রার্থী আব্দুল লতিফ সরকার আজকের পত্রিকাকে বলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবিরের ছোট ভাই চালিভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সানাউল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী শফিক দেওয়ান, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম সহ জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকাকে অবমাননা করে ও আমার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচার করছেন। তিনি বলেন সানাউল্লাহ সাতটি হত্যা মামলার আসামি তার ভয়ে কেউ কথা বলতে পারছেনা নৌকার সমর্থকদের প্রতিদিন ভয়ভীতি প্রদর্শন করছেন। চালিভাঙা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল আবেদীন রাসেল তার বক্তব্যে বলেন নৌকার প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের অপপ্রচারকে নিন্দা জানাই এবং নেতৃবৃন্দের নিকট সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। বড়ুইয়া কান্দি গ্রামের ষাটোর্ধ মোঃ শামসুল হক বলেন নৌকাকে ভালো বাসী যারা এই মার্কার বিরুদ্ধে অপপ্রচার চালায় নেতাদের কাছে শাস্তি চাই। এ বিষয়ে চালিভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সানাউল্লাহর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ করেননি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল আলম বলেন বিষয়টি আমি অবগত না। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার বলেন এই মুহূর্তে যদি কোন মানববন্ধন বা,সভা হয় এটা আচরণ বিধি লঙ্ঘন। .