• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

মেঘনা আদর্শ সামাজিক সংগঠন চৌচালা ঘর উপহার দিলেন আনোয়ার হোসেনকে।

রিপোর্টার : / ২০৭ বার পঠিত
আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২

২০ মার্চ ২০২২,আজকের মেঘনা ডটকম, মেঘনা প্রতিনিধি :সামাজিক যোগাযোগ  মাধ্যমে সম্প্রতি “ঘোয়াল ঘরে বসবাস ” শিরোনামে সংবাদ প্রকাশের পর ” মেঘনা আদর্শ সামাজিক সংগঠনের “পক্ষ থেকে চৌচালা টিনের ঘর পেলেন দরিদ্র কৃষক আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন উপজেলার দড়িকান্দি গ্রামের নান্দু মোল্লার ছেলে।  গত শনিবার সংগঠনের  কর্মকর্তারা আনুষ্ঠানিক ভাবে আনোয়ার হোসেন কে তার বাড়িতে গিয়ে  ঘর হস্তান্তর করেছে।  এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ ( ক্যাপ্টেন)  মু মোসলেমউদ্দীন,  অধ্যক্ষ মোঃ আমির হোসেন,  বাংলাদেশের প্রখ্যাত পরমানু বিজ্ঞানী ডঃ মোহাম্মদ আলী,  লেখক, উপন্যাসিক ও কলামিস্ট  এডভোকেট জয়নুল আবেদিন, প্রেসিডিয়াম সদস্য নিপু জামান, নির্বাহী পরিচালক সাকিব মিয়াজি, সভাপতি নাসরিন সুলতানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আনোয়ার হোসেন ঘর পাওয়ার প্রতিক্রিয়ায় বলেন আমি ও আমার পরিবার অত্যন্ত খুশি আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের  প্রতি চির কৃতজ্ঞ।অধ্যক্ষ ক্যাপ্টেন মুসলে উদ্দিন বলেন খবর টা যেখেন চোখে পড়েছে নিজেকে আর ঠিক রাখতে পারিনি আমি সংগঠনের কর্মকর্তাদের নির্দেশ দিলাম পরিদর্শন করার জন্য কর্মকর্তারা বাস্তবতা দেখে উপস্থাপন করলে সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছি নতুন ঘর করে দেওয়ার। এ বিষয়ে নির্বাহী পরিচালক সাকিব মিয়াজি বলেন আমরা সংগঠনের সকল কর্মকর্তা ও উপদেষ্টারা মিলে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই ঘর টি উপহার দিয়ে দরিদ্র কৃষক আনোয়ার হোসেন ভাইয়ের পাশে দাড়িয়েছি।  প্রেসিডিয়াম সদস্য নিপু জামান ও সভাপতি নাশরিন সুলতানা বলেন আনোয়ার হোসেন ভাইকে কথা দিয়েছিলাম তা,আজ বাস্তবায়ন করতে পেরেছি ইহাই আনন্দ। দড়িকান্দি গ্রামের শামসুল হক প্রধান বলে সংগঠনের এই মহৎ উদ্যোগ কে স্বাগত জানাই এবংসংগঠনের সাথে জড়িত সকলের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানবিক সংগঠনের কাজে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০