২২ ফেব্রুয়ারি ২০২২,আজকের মেঘনা ডটকম, নিজস্ব প্রতিবেদক : মেঘনার সৌদি প্রবাসী যুবক নারায়ণ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার খবর পাওয়া গেছে। যুবক মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের জয়নগর গ্রামের গোসাইর নাতি ওমর চান্দের ছেলে। নারায়ণের বর্তমান নাম মোঃ সুজন। তথ্য টি নিশ্চিত করেছেন জয়নগর গ্রামের মোঃ মোতালেব ও সেলিম রেজা। মো: মোতালেব নিজস্ব আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর টি প্রচার করেছেন এবং তার জন্য দোয়া চেয়েছেন। সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন ঘটনা সত্য সে গতকাল মোতালেব ভাই সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে সৌদি থেকে ইমুতে ফোন করে মুসলিম হওয়ার খবর টি জানায় এবং তার পরিবারের প্রতি সবাইকে খেয়াল রাখার অনুরোধ করেছেন। মো: সুজন সকলের কাছে দোয়া চেয়েছেন। গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সত্যতা যাচাইয়ের জন্য সৌদিতে তার সাথে থাকা একই গ্রামের প্রবাসীদের সাথে যোগাযোগ করলে ঘটনা সত্য এবং ৬থেকে ৭ মাস পূর্বে ই সে মুসলিম হয়েছে আমরা জানতাম সুজনের অনুরোধে কাউকে বলা হয়নি, এখন ইসলামি নিয়ম অনুযায়ী জীবন যাপন করছেন। তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন বক্তব্য দেননি।