রোগীদের চিকিৎসা সেবার খোঁজ খবর নেন উপজেলা চেয়ারম্যান, ইউএনও
২৮ আগষ্ট ২০২৩ ইং, আজকের মেঘনা ডটকম, নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার মেঘনা উপজেলায় শিয়ালের কামড়ে অন্তত ৮ জন নারী ও পুরুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় উপজেলার ভাওরখোলা ইউনিয়নের শিবনগর এলাকায় বিচ্ছিন্ন ভাবে শিয়াল আক্রমণ চালায়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন । বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে শিয়ালের কামড়ের ভেক্সিন নেই জানালেন স্বাস্থ্য কর্মকর্তা । রোগিদের স্বাস্থ্যসেবার খোঁজ খবর নিতে হাসপাতালে আসেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার। অন্যদিকে সোমবার সকালে এলাকাবাসী ঝোপঝাড়ে লাঠিসোঁটা নিয়ে শিয়াল তাড়াতে নেমে পড়ে। এ সময় লাঠিসোঁটার আঘাতে তিনটি শিয়াল মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন নুরজাহান
,রানী,তামিম,রহিমা,এরশাদ,ডলি,সাবমিয়া সাহাবুদ্দিন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সায়মা রহমান বলেন রোগীদের চিকিৎসা চলছে তবে আপাতত আমাদের কাছে শিয়ালের কামড়ের ভেক্সিন নেই আমরা অধিদপ্তরে যোগাযোগ করেছি, আশাকরি কয়েকদিনের মধ্যে ভেক্সিন চলে আসবে।