১৯ মে ২০২০, আজকের মেঘনা ডটকম, সেলিম আহাম্মেদ : কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামীলীগের ত্রান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ কনফারেন্স রুমে,
মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মেঘনার স্থপতি, মেঘনা উপজেলা পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,
জনাব মোঃ শফিকুল আলমের সভাপতিত্বে,
মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পদাক আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার এর সঞ্চালনায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ গাফফার হাউদ, জেলা পরিষদের সদস্য নাসীর উদ্দীন শিশির, মহিলা লীগ সভানেত্রী হালিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ সফিকুল ইসলাম মৃধা, হারুন অর রশিদ, মোঃ হোসেন, ফারুক সরকার সহ ত্রান কমিটির অধিকাংশ উপস্থিত ছিলেন।
সভায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ২৫০০ টাকা যারা পাবেন তাদের ওয়ার্ড ভিত্তিক তালিকা যাচাই বাছাই করা হয়।
সভায় সর্বোসম্মতি ক্রমে সিদ্ধান্ত নিয়ে, মেঘনা উপজেলা ত্রান কমিটি ঈদ পরবর্তী দুর্যোগ মোকাবেলার জন্য,
” মেঘনা উপজেলা করোনা ত্রান তহবিল” নামে একটি তহবিল গঠন করা হয়েছে।
তাৎক্ষনিক ভাবে ২,০৪,০০০/= ( দুই লক্ষ চারহাজার টাকা) উঠানোর মধ্যে দিয়ে তহবিলের যাত্রা শুরু হয়।
আগামীকাল মেঘনা প্রিমিয়ার ব্যাংকে একটি হিসেব খোলা হবে।
সভায় নেতৃবৃন্দ উদাত্ত আহবান জানান, দলমত, নির্বিশেষে মেঘনার মানুষের দুর্দিনে তাদের পাশে থাকতে।
নেতৃবৃন্দ যারা সমাজে ধনী, ভিত্তবান, দেশে প্রবাসে যারা বাস করেন সকলকে এই ত্রান তহবিলে অর্থ সহায়তা দিয়ে মেঘনার মানুষের পাশে ধারানোর অনুরোধ জানান।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]