১৫ জুন ২০২০, আজকের মেঘনা ডটক,, এম এইচ বিপ্লব সিকদার : কুমিল্লার মেঘনা উপজেলার মির্জানগর গ্রাম থেকে চার জন মহিলাকে গত রাত অনুমান ৯ টার দিকে থানায় ধরে নিয়ে এসেছে পুলিশ। অভিযান পরিচালনা কারী এস আই আঃ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এলাকাবাসী জানান গত ১১ জুন শরিফ গ্রুপ ও শামিম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয় এতে উভয় গ্রুপের ৪ জন আহত হয়। এ ঘটনায় উভয় গ্রুপে মেঘনা থানায় দুটি মামলা দায়ের করেন। এ দিকে গতকাল শামিম গ্রুপের লোকেরা প্রতিপক্ষের বাড়িতে গিয়ে আছরের পর দেশীয় লাঠিশোঠা নিয়ে বাড়িতে হামলা চালায় কাউকে না পেয়ে বসত ঘরে লাঠিপেটা করে আতংক সৃষ্টি করে এই খবর থানায় জানলে মেঘনা থানার এস আই আঃ রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায় মুল আসামিদের না পেয়ে তাদের বাড়ির চার জন মহিলা কে থানায় ধরে নিয়ে যায়। তবে তারা এজাহার ভুক্ত আসামি নয়। এ বিষয়ে এস আই আ: রহমান বলেন সম্প্রতি তাদের এখানে দুই গ্রুপে মারামারি হয়। এ ঘটনায় উভয় গ্রুপে মামলা দায়ের করেন এই মহিলারা আবার ঝগড়া করছে এমন সংবাদের ভিত্তিতে আমরা তাদের জিজ্ঞাসা বাদের জন্য নিয়ে এসেছি। মহিলাদের পরিচয় জানতে চাইলে এস আই বলেন আমি বাহিরে আছি ডিউটি অফিসারকে ফোন করেন ডিউটি অফিসার কে ফোন করলে নাম্বার বন্ধ পাওয়া যায় ফলে নাম পাওয়া যায়নি। উল্লেখ্য এই রিপোর্ট লেখা পর্যন্ত আটকৃত ৪ মহিলা থানায় রয়েছেন।