রাব্বি হাসান,নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা জেলার মেঘনা উপজেলার অভ্যন্তরীন প্রধান সড়কে দু’দিন ধরে আটকে আছে মেঘনার সুপার বাস ও মাটি কাটার মেশিন ভেকু। এতে মেঘনা উপজেলার প্রায় লক্ষাধিক মানুষকে ফেলেছে ভোগান্তিতে। প্রধান সড়কে বাস ও ভেকু আটকে থাকার কারনে দুপাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
মেঘনা উপজেলার মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটলে স্থানীয় এলাকাবাসী মেইন রোডে উল্টে থাকা বাস আর ভেকু অপসারণের জন্য কতৃপক্ষের নজরে দিলেও হয়নি কোন ব্যবস্থা। এমন পরিস্থিতিতে চলাচল করা প্রায় লক্ষাধিক মানুষের জন্য বিপাকের কারন হয়ে দাঁড়িয়েছে। মেঘনা উপজেলায় চলাচল করার একমাত্র রাস্তা হওয়ার কারনে ভোগান্তি ঠেকেছে চরমে।
ভুক্তভোগী তৌসিফ হাসান লিটন জানান-গত দুদিন ধরেই এখানে মেঘনা সুপার বাস রাস্তার মধ্যে উল্টে আছে। এবং মেইন রাস্তায় রাখা আছে মাটি কাটার ভেকু যার ফলে দুপাশের রাস্তায় দেখা দিয়েছে তীব্র যানযট। দুদিন ধরে কেউ এ রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না।অনেক রোগী মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছে রাস্তায় তীব্র যানযটের কারনে।
আরেক ভুক্তভোগী রহমান জানান- রাস্তা ভেকু ও বাস এভাবে পড়ে আছে কতৃপক্ষের নজর এড়িয়ে যাচ্ছে। আমরা তাদের নজরেও দিয়েছি কিন্তু তারা কোন ব্যবস্থা করেননি। যার ফলে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ভোগান্তি। অনেক রোগী এ রাস্তা দিয়ে চলাচল করে তাদের জন্য এমন পরিস্থিতি আরো বিপদে ফেলেছে।