• শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

বিয়ের দাবিতে চার দিন ধরে প্রেমিকের বাড়িতে প্রেমিকা

রিপোর্টার : / ২১৮ বার পঠিত
আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

২৮ নভেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগে ধর্নায় প্রেমিকা। ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার চাঁচলের কুনায়ার উত্তরপাড়ায় প্রেমিকের বাড়ির সামনে চার দিন ধরে ধর্নায় বসেছেন ওই প্রেমিকা। এই ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়েছে এলাকায়।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করায় অভিযুক্ত যুবকের নাম মাসুম রেজা। গত ২ বছর ধরে মাসুম রেজার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো বলে দাবি নদীশিখ গ্রামের বাসিন্দা যুবতীর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মাসুম তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করে বলেও তিনি জানিয়েছেন।

তার বক্তব্য, এরপর বিয়ের কথা বললে মাসুম অস্বীকার করেন। যুবতী জানান, যতবারই তাদের মধ্যে বিয়ের প্রসঙ্গ উঠতো ততবারই এড়িয়ে যেতো মাসুম। এর পরই মাসুমের বাড়ির সামনে ধর্নায় বসার সিদ্ধান্ত নেন তিনি। ধর্নায় বসতে দেখেই মাসুমের বাড়ির সদস্যরা বাড়িতে তালা লাগিয়ে চলে যায়।

এদিকে ৪ দিন ধরে না খেয়ে মাসুমের বাড়ির সামনে বসে রয়েছে সে। স্থানীয়দের বক্তব্য, মাসুম বিয়ে করতে রাজি না হলে আত্মহত্যা করারও হুমকি দিয়েছেন ধর্নায় বসা প্রেমিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১