২৯ নভেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর যাত্রাবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৮ নভেম্বর) রাতে যাত্রাবাড়ীর একতা ফল মার্কেটের সামনে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডেমরা জোনাল টিম।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, মো. রুহুল আমিন মাঝি (২৪) ও মো. বাদশা মিয়া (২৩)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৪০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।