৩০ নভেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
পরিমাপে কারচুপির দায়ে একটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে মামলা এবং আরেক ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তা মঈনুদ্দীন মিয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজধানীর আসাদ গেটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৭০, ৬০, ৫০, ৫০ ও ৪০ মিলিলিটার করে জ্বালানি তেল কম দেওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
একই দিনে মানিকগঞ্জ জেলা সদর এলাকায় মেসার্স ধলেশ্বরী ফিলিং স্টেশনের একটি ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ২৮৮ মিলিলিটার তেল কম দেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়। পাশাপাশি ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট দিয়ে তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।