• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন

টাকার বিনিময়ে যৌনতার প্রস্তাব, বিমানসেবিকার কাণ্ডে হৈচৈ

রিপোর্টার : / ১৯৭ বার পঠিত
আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

২ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

টাকার বিনিময়ে যৌনতার প্রস্তাব দিতেন এক বিমানসেবিকা। শুধু তাই নয়, যাত্রীদের কাছে নিজের অন্তর্বাস পর্যন্ত বিক্রি করেন তিনি। এমন চাঞ্চল্যকর অভিযোগেই হৈচৈ পড়ে গিয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ব্রিটিশ এয়ারওয়েজের বিমানসেবিকার কাণ্ড কারখানায় রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতিতে সংস্থা। অভিযোগ উঠেছে, আকাশপথে যৌন মিলনের ‘পরিষেবা’র প্রস্তাব দিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টও করেছেন তিনি। ওই বিমানসেবিকা প্রচার চালাচ্ছেন ব্লগে। সঙ্গে বেশ কিছু খোলামেলা ছবিও পোস্ট করেছেন। যদিও এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

বিষয়টি সামনে আসতেই হৈচৈ পড়ে যায়। এমন নামী কোম্পানির বিমানসেবিকার বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠায় সংস্থার পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্রিটিশ এয়ারওয়েজের ভাবমূর্তিতেও যে প্রভাব ফেলতে পারে গোটা বিষয়টি, তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। কিন্তু এখন অবধি অভিযুক্তের পরিচয় বের করতে পারেনি ব্রিটিশ এয়ারওয়েজ।

তাদের তরফে বলা হয়েছে, যাত্রীদের প্রতি আমাদের কর্মীরা অত্যন্ত নম্র-ভদ্র আচরণ করে থাকেন। এমনটা কীভাবে হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্য সান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই বিমানসেবিকা নাকি ২৫ পাউন্ডের বিনিময়ে নিজের অন্তর্বাস বিক্রি করেন। অর্থের বদলে যৌনতাসহ সব ধরনের ‘প্রাপ্তবয়স্ক’ পরিষেবা দেন। এমনকী পরবর্তীকালে হোটেলে দেখা করার প্রস্তাবও দিয়ে থাকেন। তবে গোটা বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর নাকি সোশ্যাল মিডিয়া থেকে অনেক পোস্ট মুছে ফেলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১